এশিয়ান গেমস নিয়ে ভারতীয় দলকে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সর্বভারতীয় ফুটবল সংস্থার এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, বর্তমান দলে সাতজন অনূর্ধ্ব-২৩ ফুটবলার রয়েছেন। এশিয়ান গেমস মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবল টিম। তিনজন ২৩ উর্ধ্ব ফুটবলার খেলানো যাবে। অধিনায়ক সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত ও ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান হবেন সেই তিন ফুটবলার।
জানা গিয়েছে, AIFF-এর পক্ষ থেকে সুনীলদের রেখে ৫০ জনের প্রাথমিক দলও বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, AIFF-র সভাপতি কল্যাণ চৌবে ক্রীড়ামন্ত্রকে কথা বলেছেন। কয়কেদিন আগেই ভারত সরকারের কাছে এশিয়ান গেমসে খেলার জন্য় আবেদন করেছিলেন ভারতের কোচ ইগর স্টিমাচ। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন তিনি।