ফুটবল ম্যাচ (Football Match) দেখতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। ক্যামেরুনের এক স্টেডিয়ামে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন আরও ৪০ জন। ক্যামেরুনের (Cameroon) ওলেম্বে স্টেডিয়ামে আফ্রিকান কাপ অফ নেশনসের (African Cup Of Nations) একটি ম্যাচ চলছিল। সেখানেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াইয়ে ক্যামেরুনকে সমর্থন করতে ভিড় হয় স্টেডিয়ামে। সংবাদ সংস্থা এফএফপি জানিয়েছে, মাঠে ৬০ হাজার দর্শকাসন ছিল। কোভিডের জন্য ৬০ শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হয়েছিল। পরে তা আরও বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়। মাঠে ঢোকার সময় ধাক্কাধাক্কিতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: আইএসএলে ওড়িশার বিরুদ্ধে গোলের সুযোগ নষ্ট, ডার্বির আগে ড্র সবুজ-মেরুনের
জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন ১৪ বছরের বাচ্চাও ছিল। স্টেডিয়াম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই মাঠে ৫০ হাজার দর্শকের আসার কথা ছিল।