৩৯ বছর বয়স। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। দেশজুড়ে আসছে শুভেচ্ছা বার্তা। যুবভারতী স্টেডিয়ামে আগামী ৬ জুন, যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে নামছেন সুনীল। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। কেন অবসর নিলেন, মুখ খুললেন সুনীল নিজেই।
ভারতীয় দলের অন্দরে একটা কথা খুবই প্রচলিত। সুনীল ছেত্রীর ফিটনেসের কাছে লজ্জা পান দলের তরুণ ফুটবলাররাও। অবসর ঘোষণার পর ফিটনেস নিয়ে ফের সুনীল জানালেন, ফিটনেসের জন্য তিনি অবসর নেননি। ভারত অধিনায়ক বলেন, "শারীরিক সক্ষমতার জন্য অবসরের সিদ্ধান্ত নয়। আমি এখনও ফিট। দৌড়তে পারি, চেজ করতে পারি, ডিফেন্স করতে পারি। পরিশ্রম করা কঠিন নয় এখনও আমার কাছে। মানসিক শান্তির জন্য এই সিদ্ধান্ত।"
দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন। সুনীল ছেত্রী অবসর প্রসঙ্গে বলেন, "নিজের সঙ্গে লড়াই চলছিল। সৎ ভাবে ভাবতে চাইছিলাম। এক বছর বেঙ্গালুরু এফসির হয়ে খেলবে। কিন্তু কতদিন ঘরোয়া ফুটবল খেলতে পারব জানি না। এরপর ফুটবল থেকে সম্পূর্ণ সরে যাব।"