"এশিয়ান গেমসে খেলা গুরুত্বপূর্ণ। যত বেশি টুর্নামেন্ট খেলব, ততই উন্নতি করব।" এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই জানিয়েছেন, ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আসন্ন এশিয়ান গেমস (Asian Games) নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রক।
সংবাদ সংস্থা পিটিআইকে ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, এশিয়ান গেমসে সাতজন অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানো যাবে। টিমে তিন জন ২৩-ঊর্ধ্ব ফুটবলার খেলানো যাবে। অধিনায়ক সুনীল ছেত্রী, গুরপ্রিত সিং সান্ধু ও ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান সেই দলে খেলবেন। এই পরিস্থিতিতে অধিনায়ক সুনীল ছেত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ফুটবলমহল।
এর আগে ভারত যাতে এশিয়াডে অংশ নিতে পারে, তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। চলতি বছর পরপর দুটি কাপ জিতেছে ভারত। ইন্টার কন্টিনেন্টাল কাপ ও সাফ কাপ জিতেছে ভারত।
আরও পড়ুন: এশিয়ান গেমস নিয়ে সবুজ সংকেত দেবে কেন্দ্র, সুনীলের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া!