ডেঙ্গি আক্রান্ত ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী সোনাম ভট্টাচার্য। তাঁকে বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিন কয়েক আগেই সুনীল জানিয়েছিলেন, তিনি বাবা হচ্ছেন। সম্প্রতি কলকাতায় এসেও সোনাম ভাল আছেন বলেই জানিয়ে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জ্বর নিয়ে সোনামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবা হচ্ছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই খবর এখন সবার জানা। কিন্তু যেটা অজানা ছিল, তা হল কিংস কাপ থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন তিনি। আর এই ঘটনা যেন তাঁকে বিরাটের সঙ্গে একসূত্রে বেঁধে দিল। বাবা হওয়ার সময় অস্ট্রেলিয়া সফর থেকে মাঝ পথেই ফিরে এসেছিলেন কোহলি।
আরও পড়ুন : বাবা হতে চলেছেন সুনীল ছেত্রী, ঘরোয়া সাধ খেলেন স্ত্রী সোনম
সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসতে চলেছে কিংস কাপের আসর। বাবা হওয়ার কারণে ইতিমধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক। ফেডারেশনকে দেওয়া চিঠিতে সুনীল জানিয়েছেন, ওইসময় স্ত্রী সোনম সন্তানের জন্ম দেবেন। ওইসময় তাঁর পাশে থাকা একজন স্বামী হিসেবে কর্তব্য।
দীর্ঘ সময়ে তিনি ভারতীয় ফুটবলের প্রতীক। কিন্তু কোনও টুর্নামেন্টের আগে নিজেকে সরিয়ে নেননি সুনীল। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, পারিবারিক কারণে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই মঞ্জুর করা হতে পারে ভারত অধিনায়কের আবেদন। ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।