সাফ কাপের সেমিফাইনালে নামার আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রি। তিনি জানিয়ে দিলেন, আপাতত সেমিফাইনাল তাঁর লক্ষ্য। অবসর তিনি এমন সময়ে নেবেন যে সময় তাঁর মনে হবে দেশকে দেওয়ার মতো তাঁর আর কিছু নেই।
৩৮ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি। দেশের জার্সিতে ৯২টি গোল করে ফেলেছেন। তবে পরিসংখ্যান নয়, আপাতত তাঁর লক্ষ্য সেমিফাইনাল।
আরও পড়ুন - মার্টিনেজকে পেতে লড়াই এবার ম্যান ইউ এবং চেলসির মধ্যে
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তাঁর অবসরের কথা উঠতেই তিনি বলেন, 'জানি না আমি কবে দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামব। আসলে জীবনে দীর্ঘমেয়াদী নয়, সব সমুয় পরের ম্যাচের আর পরের ১০ দিনের কথা ভাবি। দলের জন্য, দেশের জন্য জতদিন পর্যাপ্ত অনুশীলন, আর পর্যাপ্ত গোল করতে পারব ততদিন খেলা চালিয়ে যাব। যেদিন নিজেকে উপযুক্ত মনে হবে না সেদিন সরে যাব। '