ধ্যানচাঁদ পেয়েছেন। সচিন তেন্ডুলকর পেয়েছেন। এবার সুনীল ছেত্রীকেও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতরত্ন দেওয়া উচিত। এমনই মনে করছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তাঁকে নিয়ে তথ্যচিত্র তৈরি করছে ফিফা। এর থেকে বড় গর্বের কোনও ভারতীয়ের কাছে কী হতে পারে।
ফিটনেস, শৃঙ্খলা, ফুটবলকে ভালবাসা, দেশপ্রেম, তরুণ প্রজন্মের কাছে শিক্ষনীয়। ৩৮ বছর বয়সে সুনীলের কাঁধে ভর করে সাফ কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। কঠোর পরিশ্রম ও অনুশীলন করে এই জায়গায় এসেছেন। অবসর নিয়ে প্রশ্ন উঠতেই, সুনীল জানিয়েছেন, যতদিন পর্যন্ত খেলা ভাল লাগবে, তিনি খেলবেন। আন্তর্জাতিক ফুটবলে ৯৩টি গোল করে ফেলেছেন তিনি।
ভারতরত্নের জন্য সুনীলের নাম মনোনীত করা হবে কিনা, তা নিয়ে কিছু জানা যায়নি। কিন্তু ফুটবলপ্রেমীরা চাইছেন, ভারতীয় ফুটবল যে পরিচিতি পেয়েছে, তাতে সুনীলের অবদান অনস্বীকার্য।