ভারতীয় ফুটবলের অন্যতম সফল ফুটবলার। দেশের হয়ে ৯২টি গোলের মালিক সুনীল ছেত্রী। বর্তমানে ভারতীয় ফুটবলের এই উত্থানের নেপথ্য কারিগর তিনিই। জন্মদিনে সুনীল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক।
বয়স একটা সংখ্যা মাত্র। আর কিছু নয়। ভারতীয় ফুটবলকে এখনও উপহার দিয়ে যাচ্ছেন সুনীল। চলতি বছরই তাঁর নেতৃত্বে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ কাপ জিতেছে ভারত। আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বাধিক গোল স্কোরার সুনীল ছেত্রী। রোনাল্ডো,মেসির পরই আছেন তিনি। এশিয়ার মধ্যে দ্বিতীয়।
ভারতীয় ফুটবলে সর্বাধিক বর্ষসেরা ফুটবলার তিনিই। সাতবার বর্ষসেরা হয়েছেন সুনীল। ২০২১ সালে তিনিই প্রথম ফুটবলার, যাকে খেলরত্ন সম্মান দেয় কেন্দ্র।
ব্যক্তিগত জীবনেও সুনীলের মতো মানুষ খুব কমই আছে। প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের জামাই। বর্তমানে বেঙ্গালুরু এফসি টিমের হয়ে খেললেও কলকাতা ফুটবলেও তাঁর অবদান কম নেই। ভারত ২০২৬ সালে বিশ্বকাপ খেলবে কিনা, জানা নেই। যদি কোনও দিন খেলে, তার নেপথ্যে সুনীলের অবদান ভুলতে পারবেন না ফুটবলপ্রেমীরা।