কিংস কাপে ব্রোঞ্জ জেতাও হল না ভারতের। থার্ড প্লেসের ম্যাচে লেবাননের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। গতবার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জেতে ভারত। লেবাননের হয়ে ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন কাসিম আল জেইন।
কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হারতে হয় ভারতকে। সুযোগ ছিল ব্রোঞ্জ জিতে দেশে ফেরার। কিন্তু এই লড়াইয়েও ব্যর্থ সুনীল-হীন টিম ইন্ডিয়া। প্রথমার্ধে লড়াই করলেও গোলের সুযোগ খুলতে পারেনি টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়, সুপার সিক্সের আশা জিইয়ে রাখল মোহনবাগান