সকালেই খবর এসে গিয়েছিল এশিয়া কাপের মূল পর্বে খেলছে ভারত। সেই উদ্দমেই মঙ্গলবার সন্ধ্য়ায় যুবভারতীতে নেমেছিল ব্লু টাইগার্স। প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে কঠিন দল হংকং। কিন্তু ৯০ মিনিটে এক স্বপ্নের ফুটবল খেলল ভারতীয় দল। ৪-০ গোলে হংকং বধ করে অপরাজিত থেকে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন সুনীল ছেত্রীরা। ম্যাচে ২ মিনিটে আনোয়ারের গোলে লিড। ৪৫ মিনিটে সুনীলের গোলে ২-০। ৮৫ মিনিটে তৃতীয় গোল করেন মনভীর সিং। আর অতিরিক্ত সময়ে হংকং কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন সুপার সাব ইশান পান্ডিতা। ফলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে এশিয়া কাপের মূল পর্বে ভারত।
যুবভারতী গুছিয়ে বসার আগে হংকংয়ের বক্সে হানা দেয় ব্লু টাইগার্স। বাঘেদের গর্জনে কেপে যায় হংকংয়ের দুর্গ। সেই সুযোগেই আনোয়ারের গোলে এগিয়ে যায় ভারত। আক্রমণ আর প্রতিআক্রমণে ম্যাচে বয়স তখন ৪৫ মিনিট। তখনই ২-০ হল ভারত অধিনায়কের গোলে। এরপর ৮৫ ও অতিরিক্ত সময়ে আরও দুটি গোল ভারতীয়দের। এরমধ্যে একটি মনভীর সিং এবং অন্যটি ইশান্ত পান্ডিতার।
এই টুর্নামেন্টের আগে ভারতীয় কোচ ইগর স্তিমাচ কথা দিয়েছিলেন, তাঁর ছেলেরা ঘরের মাঠ থেকে সমস্ত ফায়দা তুলবেন। গ্রুপের শেষ ম্যাচে সুনীলদের হুঙ্কার তারা আসছেন। গোল বন্যায় হংকংকে ভাসিয়ে দিল ভারত। মঙ্গলবার সকালেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েদেয়, এশিয়া কাপের মূল পর্বে খেলছেন সুনীল ছেত্রীরা। কারণ অন্য গ্রুপের খেলায় ততক্ষণে ফিলিপিন্স হেরে গিয়েছিল ৪-০ গোলে।