এশিয়ান গেমসের জন্য আজ, বুধবার ঘোষণা হতে পারে ভারতীয় ফুটবল দল। তার আগে জাতীয় কোচ ইগর স্তিমাচের সঙ্গে নিজেদের মনোমালিন্য মিটিয়ে নিল ভারতীয় ফুটবল ফেডারেশন।
কোচের দেওয়া শো-কজের জবাবে সন্তোষ প্রকাশ করছেন ফুটবল হাউজের কর্তারা। ফলে বলা যেতে পারে এশিয়ান কাপ পর্যন্ত ভারতীয় ফুটবলে কোচের দায়িত্ব চালিয়ে যাবেন ক্রোয়েশিয়ার প্রাক্তন এই বিশ্বকাপার।
কিন্তু প্রশ্ন হল, এই পরিস্থিতিতেও এশিয়ান গেমসের দলে কতজন ফুটবলার পাবেন স্তিমাচ। বেঙ্গালুরু কয়েকজনকে ছাড়বে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু গুরুপ্রীতকে তারা ছাড়ছে না।
কিংসকাপে খেলতে গিয়ে চোট পেয়েছেন আশিক কুরুনিয়ান। এই ঘটনার পর কলকাতার দুই প্রধান কতজন ফুটবলার ছাড়বেন তা নিয়ে সন্দেহ থাকছে।
চিনের মাটিতে ১৯ তারিখ এশিয়ান গেমসের অভিযান শুরু করতে ভারত। যুব দলে সিনিয়র ফুটবলার সেক্ষেত্রে সুনীল ছেত্রী এবং সন্দেহ ঝিঙ্ঘান। ভারতের গ্রুপেই আছে আয়োজক চিন, বাংলাদেশ এবং মায়ানমার।