সৌদি আরবের মাটিতে বাংলার সন্তোষ ট্রফি। এই ইতিহাসের দিনে আরও এক ইতিহাস ভারতীয় ফুটবলে। এই প্রথম ভারতের কোনও জাতীয় স্তরের ফুটবলে ব্যবহার করা হল ভিডিও অ্যাসিটেন্ট রেফারি বা ভার। বুধবার ছিল সন্তোষ ট্রফির প্রথম সেমিফাইনাল। প্রতিপক্ষ ছিল মেঘালয় ও পঞ্জাব। সেই ম্যাচেই ভারের ব্যবহার শুরু হল। কোটি টাকা লিগ আইএসএলে যা এখনও পর্যন্ত সম্ভব হল না, তা আরবের মাটিতে করে দেখাল ভারতীয় ফুটবল ফেডারেশন।
সেমিফাইনালে পঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছে মেঘালয়। যদিও ম্যাচ শুরুর আগে ফেডারেশন সভাপতি জানিয়েছেন, বুধবার ভারতীয় ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ, এই প্রথম কোনও জাতীয় স্তরের টুর্নামেন্ট হচ্ছে বিদেশের মাটিতে। এমনকী সেই মাঠে, যেখানে দিন কয়েক আগেই খেলে গিয়েছেন লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু তাই নয়, সৌদি ফুটবল সংস্থার সাহায্যেই এদিন ভারের প্রয়োগ শুরু হয়েছে।
ইতিমধ্যে আগামী পাঁচ বছর ভারতীয় ফুটবল কোথায় যাবে, তার রূপরেখা তৈরি করা হয়ে গিয়েছে। কল্যাণ চৌবে জানিয়েছেন, সৌদি মাঠে সন্তোষ ট্রফি, এটা তারই অঙ্গ।