ফুটবল ইতিহাসে ব্রাজিল মানেই আবেগ। ব্রাজিল মানেই অন্য উন্মাদনা। সবুজ-হলুদ জার্সিতে যাঁরা মাঠে নামেন, তাঁদের ফুটবলশৈলী নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। ১৯৮২ সাল। সেবার ব্রাজিল টিমকে এখনও সর্বকালের সেরা টিম ধরা হয়। বলা হচ্ছে, এবার বিশ্বকাপে ব্রাজিল টিমে যাঁরা খেলবেন, তাঁরা টেক্কা দিতে পারেন বিরাশির ব্রাজিলকেও।
বিরাশির বিশ্বকাপে ব্রাজিল টিমে ছিলেন জিকো, সক্রেটিস,সেরজিনহোর মতো বিশ্বমানের ফুটবলার। ছিলেন এদের, জুনিয়র, লিওনার্দো। টিমের কম্বিনেশন, পারফরম্যান্স, সব মিলিয়ে মনে করা হয়েছিল, সেবার চ্যাম্পিয়ন ব্রাজিলই। কিন্তু পাওলো রসির ইতালির বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
এবার বিশ্বকাপে কিন্তু আত্মবিশ্বাসী ব্রাজিলের কোচ তিতে। এবার ব্রাজিল টিমে ১৬ জন নতুন মুখ। সার্বিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কে থাকবেন, জানেন না ফুটবলাররাও। নেইমার, ফ্রেড ও ক্যাসিমেরো ও থিয়াগো সিলভা। এই চারই বিশ্ব ফুটবলে পরিচিত নাম। তরুণ প্রজন্মের তারকাদের মধ্যে আছেন পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রড্রিগো, ভিনিয়াস জুনিয়রের মতো ফুটবলার। বলা হচ্ছে, এই ব্রাজিল টিমের ফুটবলারদের যা স্কিল, তাতে যে কোনও টিমকে টেক্কা দিতে পারে। হয়ে যেতে পারে এখনও পর্যন্ত বিশ্বকাপের সেরা ব্রাজিলিয়ান টিম।