ঘরের মাঠে আজ কঠিন লড়াই। বিশ্বকাপের যোগ্যতার ম্যাচে ভারতের কাঁটা এশিয়া সেরা কাতার। গতবছর এই দেশ থেকে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ফিরেছিলেন লিওনেল মেসি। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সেই কাতারের বিরুদ্ধে বড় পরীক্ষা সুনীল ছেত্রীদের।
গত ম্যাচে মনভীরের মন ভোলানো গোলে কুয়েত বধ করেছে ভারত। ঘরের মাঠে সেই ফর্ম ধরে রাখতে চান ইগর স্তিমাচের দল। যোগ্যতার পরবর্তী রাউন্ডে উঠতে হলে কাতারের বিরুদ্ধে এদিন জিততেই হবে ব্লু টাইগারদের। কারণ, এই গ্রুপে তাদের তৃতীয় প্রতিপক্ষ আফগানিস্তান।
এই ম্যাচেও ফুটবলারদের মন খুলে খেলতে বলেছেন ভারতীয় কোচ ইগর স্তিমাচ। তাঁর সুবিধা এই ভারতীয় দল তাঁর নিজের তৈরি। তাই অনিরুদ্ধ থাপা, সামাদের ক্যারিশমা তাঁর জানা। কুয়েতের পর কাতার ম্যাচেও সবাই তাকিয়ে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সান্ধুর দিকে।