এই ইউরো কাপ শুধু ফুটবল নয়। আরও বেশি কিছু। যুদ্ধের জন্য এবার টুর্নামেন্টে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে UEFA। ম্যাচের আগে সোমবার মিউনিখ স্টেডিয়ামে ইউরো কাপের ম্যাচে ছিল না কোনও রাশিয়ার জাতীয় পতাকা। ইউরো কাপের মতো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার লড়াই ইউক্রেনের।
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ইউক্রেনের প্রত্যেক ফুটবলারের চোখ ছলছল। তাঁরা কাঁধে আকড়ে ধরে ছিলেন হলুদ-নীল রঙের জাতীয় পতাকা। মিউনিখ থেকে কয়েক হাজার মাইল দূরে তাঁদের যুদ্ধবিধ্বস্ত দেশের একখণ্ড চিত্র যেন ধরা পড়ল সেই একটি ছবিতে।
ইউক্রেনের ফুটবলাররা যখন মাঠে জাতীয় সঙ্গীত গাইছেন, গ্যালারিতেও দেখা গেল সেই আবেগ। এবার বিশ্বকাপে তাঁদের ভাল পারফরম্যান্স বার্তা দিতে পারে বিশ্বকে। ইউক্রেনকে সমর্থন করতে হাজার হাজার ফ্যান এদিন স্টেডিয়ামে হাজির ছিলেন।