যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবার ইউরো কাপের মঞ্চে নামছে। সোমবার ইউরোর প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ রোমানিয়া। অনুশীলনে ফুটবল টিমকে অভ্যর্থনা করতে এল প্রায় ৪ হাজার ইউক্রেনিয়ান অধিবাসী। অনুশীলনের আগে গ্যালারি থেকে গাওয়া হল দেশাত্মবোধক গান। ওয়ার্ম আপের আগে ফুটবলাররাও গলা মেলালেন জাতীয় সঙ্গীতে।
দেশ যুদ্ধে বিধ্বস্ত। অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। গত কয়েকবছরে কঠিন লড়াই করছে তাঁরা। ইউরো কাপে লড়াইয়ের আগে আরও একবার সেই সবই স্মরণ করে নিলেন ফুটবলাররাও। জার্মানিতে মার্কিন সেনার সদর দফতর এই স্টেডিয়াম থেকে খুব বেশি দূরে নয়। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁদের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এবার ইউরো কাপের মঞ্চে তাঁদের ভাল পারফরম্যান্স, রাশিয়াকে অন্যরকম বার্তা দিতে পারে। তা ভাল করেই জানেন দলের প্রত্যেক ফুটবলার।
সোমবার রোমানিয়া ম্যাচের পর ইউক্রেনের পরের ম্যাচে প্রতিপক্ষ স্লোভাকিয়া। গ্রুফ এফ-এর শেষ ম্যাচে তাঁদের মুখোমুখি বেলজিয়াম। স্টুটগার্ট স্টেডিয়ামে হবে সেই লড়াই।