প্রথম ৩৬ মিনিটে প্রথম বার ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসা কলকাতার মহমেডান স্পোর্টিংকে প্যাক-আপ করে দিয়ে ভারতের সবচেয়ে বড় লিগে দুরন্ত কামব্যাক করল হোসে মলিনার মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ৩-০ গোলে আইএসএলে কলকাতার প্রথম ডার্বি জিতল সবুজ মেরুন।
ম্যাচের আট মিনিটে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ৩১ মিনিটে অধিনায়ক শুভাশিস বসুর হেডে ম্যাচ ২-০ করে সবুজ-মেরুন। আর ৩৬ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য ফিনিশে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুললেন হোসে মলিনা। এই জয়ের ফলে এক লাফে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে চার নম্বরে এখন মোহনবাগান সুপার জায়েন্ট।
গত ম্যাচে বেঙ্গালুরুর কাছে ৩-০ হেরে এই ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ঘরের মাঠে এই ম্যাচে কোনও ঝুঁকি নেননি মলিনা। থ্রি ব্যাক নীতি থেকে সরে এসে চার ব্যাকে ছক সাজিয়ে ছিলেন তিনি। চোট সারিয়ে এই ম্যাচে মাঠে ফিরছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ।
এদিনের মলিনার ছকে চমক ছিল আপফ্রন্টেও। প্রথম একাদশে ম্যাকলারেনকে রেখে চাপ বাড়িয়েছেন প্রতিপক্ষের উপরে। তাই শুরু থেকেই প্রেসিং ফুটবলে সাদ-কালো দূর্গে বারবার হানা দিয়েছেন বাগান ফুটবলাররা। বিশেষ করে স্টুয়ার্টকে মাঝখানে রেখে দুটি প্রান্ত দিয়ে সারাক্ষণ অপারেট করেছেন মনভীর এবং লিস্টন।
হেরে যাওয়া মোহনবাগান ভীষণ ভয়ঙ্কর। এই ম্যাচের আগে দাবি করেছিলেন মহমেডান স্পোর্টিংয়ের কোচ চেরশ্চেনভ। ম্যাচ শেষে তিনি জানান, ভারতীয় ফুটবলে এই সময়ে সবচেয়ে ব্যালাস দলের নাম মোহনবাগান সুপার জায়েন্ট। আর কয়েক দিন পরেই বোধন। তার আগে ঘরের বড় ব্যবধানে জিতে সবুজ-মেরুন সমর্থকদের আগাম শারদীয়ার শুভেচ্ছা জানালেন হোসে মলিনা। সেইসঙ্গে সমালোচকদের বুঝিয়ে দিলেন, তাঁর উপর কোনও চাপ নেই।