এবার নিজের মিউজিয়াম খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে একাধিক রেকর্ড গড়ছেন। এবার সৌদির রাজধানী রিয়াধে গেলে দেখা যাবে, CR7 সিগনেচার মিউজিয়াম।
এই মিউজিয়ামে রোনাল্ডোর জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হয়েছে। তাঁর ইউরো কাপ, দেশের হয়ে বিভিন্ন রেকর্ড, ক্লাবের জার্সি, জাতীয় দলের জার্সি আছে এই মিউজিয়ামে। আছে তাঁর একটি স্ট্যাচুও। এই বছর রিয়াধ সেশন ফেস্টিভ্যালেও অন্তর্ভূক্তি রাখা হয়েছে এই মিউজিয়ামকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই উৎসবে দেখা যাবে রোনাল্ডোর ফুটবল জীবনের নানা কীর্তি।
শনিবার ইনস্টাগ্রামে এই মিউজিয়ামের ক্লিপ শেয়ার করেছেন সিআরসেভেন। লিখেছেন, "মাদেইরা থেকে সৌদি আরব। এটাই আমার গল্প। রিয়াধে CR7 সিগনেচার মিউজিয়াম এবার খুলে গিয়েছে।