আল নাসেরের হয়ে প্রথম গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শুক্রবার সৌদি প্রো লিগে আল ফতেহর বিরুদ্ধে ড্র করে আল নাসের। সেই ম্যাচেই গোল পান রোনাল্ডো।
যদিও গোটা ম্যাচই খুব ঢিমেতালে ছিল। দুটি গোলের সুযোগও মিস করেন রোনাল্ডো। প্রথম ৩০ মিনিটে ছন্নছাড়়া ফুটবল খেলে গোটা টিমই। গোল পেলেও টিমকে জেতাতে পারেননি রোনাল্ডো।
বর্তমানে সৌদি প্রো লিগে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল নাসের।