অলিম্পিকে দীর্ঘ সময় ধরে ফুটবল থাকলেও, তার গুরুত্ব যেন অনেকটাই কমে গিয়েছে। অলিম্পিকে সোনা জয়ের থেকেও গুরুত্বপূর্ণ বিশ্বকাপ, ইউরো কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট। বুধবার থেকেই অলিম্পিকে শুরু হয়ে যাচ্ছে ফুটবলের লড়াই। সম্প্রতি শেষ হয়েছে ইউরো কাপ ও কোপা আমেরিকা। দুই মহাদেশের তারকা ফুটবলাররা কিন্তু প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন না।
কোন তারকারা অলিম্পিকে নেই
অলিম্পিকে না থাকার তালিকায় সবথেকে বড় নাম লিওনেল মেসি। তার পরই আয়োজক দেশ ফ্রান্সের কিলিয়ান এমবাপেও প্যারিস অলিম্পিকে অংশ নেবেন না। ইউরো কাপের অন্যতম সেরা ১৭ বছরের ফুটবলার স্পেনের লামিন ইয়ামেলও নেই প্যারিস অলিম্পিকে। ইজিপ্টের মহম্মদ সালাহও নিজেকে সরিয়ে নিয়েছেন। জাপানের কুবো টাকেফুসাও থাকবেন না প্যারিসে। এই তারকারা থাকলে প্যারিস অলিম্পিকে ফুটবল অনেকটাই গরিমা বাড়াতে পারত। তবে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করবেন বিশ্বকাপের অন্যতম ফুটবলার মরোক্কোর আশরাফ হাকিমি। স্পেনের ফারমিন লোপেজও অংশগ্রহণ করবেন প্যারিস অলিম্পিকে।
এবার অলিম্পিকে চারটি গ্রুপ তৈরি হয়েছে। গ্রুপ-এ-তে আয়োজক দেশ ফ্রান্সের সঙ্গে আছে ইউএসএ, গুইনা, নিউজিল্যান্ড ও ফ্রান্স। গ্রুপ-বি-তে খেলবে আর্জেন্টিনা, মরোক্কো, ইরাক ও ইউক্রেন। গ্রুপ সি-তে নামছে স্পেন, ইজিপ্ট, ডমিনিকান রিপাবলিক ও উজবেকিস্তান। আর গ্রুপ ডি-তে জাপান, প্যারাগুয়ে, মালিক ও ইজরায়েল।