বিশ্ব ফুটবলে ১০ নম্বর জার্সির একটা আলাদা কদর রয়েছে। সে আজকের মেসি(Lionel Messi) হোন বা অতীতের পেলে-মারাদোনা(Pele-Maradona)। সকলেই তাঁদের ফুটবল জীবনের কোনও না কোনও সময় গায়ে চড়িয়েছেন ১০ নম্বর জার্সি।
সর্বপ্রথম এই ১০ নম্বর জার্সিকে প্রচারে এনেছিলেন ব্রাজিলের ফুটবল মহারথী পেলে(Pele)। তাঁর হাত ধরেই ফুটবল মাঠে একটা আলাদা স্থান করে নেয় ১০ নম্বর জার্সি। এমনকি, কারও কারও মতে ফুটবল মাঠে সবচেয়ে সম্মানজনক জার্সি হল এই ১০ নম্বর জার্সি। বহুদিন ধরেই বিশ্বের বিখ্যাত ফুটবলাররা তাই এই জার্সি পড়েই মাঠে নামেন। আর সেই প্রথা মেনেই বর্তমানের অন্যতম সেরা ফুটবলার মেসি(Lionel Messi) গায়ে তুলে নিয়েছেন ১০ নম্বর জার্সি। উল্লেখ্য, তাঁর ঠিক আগে এই জার্সি ব্যবহার করতেন ব্রাজিলের রোনাল্ডিনহো(Ronaldinho)। তখন এলএম টেনের জার্সি নম্বর ছিল ৩০। ব্রাজিলের ফুটবল স্টার রোনাল্ডিনহো বার্সেলোনা(Barcelona) ছাড়তে দলের অন্যতম স্তম্ভ মেসির জন্য বরাদ্দ হয় 'সম্মানজনক' ১০ নম্বর জার্সি।
আরও পড়ুন- Qatar World Cup Croatia vs Belgium: ড্র করে বিদায় বেলজিয়ামের, নক-আউটে ক্রোয়েশিয়া
অনেকের মতে, দল বিশেষে এই নির্দিষ্ট জার্সি 'অভিশাপ' হয়েও নেমে এসেছে। রিয়াল মাদ্রিদের(Real Madrid) জন্য ১০ নম্বর জার্সি কখনই 'শুভ' নয়। অন্যদিকে, বিশ্ব ফুটবলের ইতিহাসে লুই ফিগো(Lui Figo) সেই খেলোয়াড়, যিনি সবচেয়ে বেশি সময় ধরে এই নম্বরের জার্সি পড়েছিলেন।