কঠিন লড়াইয়ের পরেও ISL ফাইনালে হারতে হল মোহনবাগানকে। এর পরেও কি সবুজ মেরুনের কোচ হিসেবে থাকবেন আন্তোনিয়ো লোপেস হাবাস? নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন তিনি।
শনিবারের ম্যাচের শেষে মোহনবাগানের কোচকে এবিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোচ পদে কি ফের তাঁকেই দেখা যাবে? জবাবে হাবাস জানান, ভারতেই তিনি কোচিং জীবন শেষ করতে চান। ইতিমধ্যে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। আরও একটা বছর কোচ হিসেবে থাকার জন্য কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার ফাইনালে হারার পর হাবাস কোচিং ছেড়ে দেবেন বলে বিভিন্ন মহলে গুজব ছড়িয়ে পড়ে। যদিও সেবিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী মরশুমেও মোহনবাগানে থাকার কথা ভাবছেন তিনি। এমনকি তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও অভিযোগ।