কাতারে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ। শুরু হওয়ার আগে ও পরে অনেক বিতর্ক ছিল। অনেক নিষেধাজ্ঞা, অনেক নিয়ম-কানুন। তবে সেমিফাইনাল পর্যন্ত এখনও সব স্বাভাবিক। বরং ভিনদেশ থেকে আসা মহিলা সমর্থকরা জানাচ্ছেন, তাঁরা কাতারে নিজেদের সুরক্ষিত মনে করছেন।
বিশ্বকাপের আসরে অ্যালকোহল বন্ধ নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেক মহিলা সমর্থকরাও। কিন্তু অ্য়ালকোহলে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর অনেক দুর্ঘটনা কম হয়েছে বলে জানা গিয়েছে। যারা ম্যাচ দেখতে এসেছেন, তারাও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।
বিশ্বকাপ শুরু হওয়ার অন্তিম মুহূর্তে স্টেডিয়ামের মধ্যে বিয়ার নিষিদ্ধ করে ফিফা। দেশের আইন মেনেই সেই সিদ্ধান্ত বলে জানা যায়। বলে দেওয়া হয়, যেসব অ্যালকোহল নিতে চান, ম্যাচ শুরুর আগে হোটেল, বারে গিয়ে নিতে পারেন। কিন্তু হোটেলে অ্যালকোহলের দামও অনেক বেশি। সমর্থকরা অনেকেই এই সিদ্ধান্তে খুশি। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, অনেক দেশ থেকে আসা মহিলা সমর্থকরা জানিয়েছেন, এবার কাতারে তাঁরা অনেক বেশি নিরাপদ মনে করেছেন। স্টেডিয়াম, পথঘাটে মদ্যপ সমর্থকদের অত্যাচারও অনেক কম।