আর মাত্র কয়েক মাস। তারপরই কাতারে শুরু হবে বিশ্ব ফুটবলের মহারণ। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। শুরু থেকেই তুঙ্গে টিকিটের চাহিদা। ফিফার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২.৪৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে যাঁরা এখনও টিকিট কাটেননি, তাঁদের অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। এখনও পাঁচ লক্ষ টিকিট বিক্রির জন্য রয়েছে। তবে ফিফা সূত্রে খবর, খুব তাড়াতাড়ি এই টিকিটও শেষ হয়ে যাবে। উল্লেখ্য, বিশ্ব ফুটবলের দুই তারকা লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) এটিই শেষ বিশ্বকাপ।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে ৫ লক্ষ ২০ হাজার টিকিট ছাড়া হয়েছিল। যা এ সপ্তাহেই বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি টিকিটের চাহিদা ব্রাজিল-সার্বিয়া এবং ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ নিয়ে দেখা গিয়েছে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক কাতার এবং পার্শ্ববর্তী দেশ সৌদি আরব এবং আরব আমিরশাহিতে। এছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানির ফুটবল অনুরাগীরাও প্রচুর টিকিট কিনেছেন।
আরও পড়ুন- IND vs ZIM: ধাওয়ান-গিলের হাফসেঞ্চুরি, সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল ভারত
২০ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আটটি স্টেডিয়ামে ৬৪টি ম্যাচ। আসন সংখ্যা অনুযায়ী সব মিলিয়ে ৩ মিলিয়ন ছাড়া যাবে। এর মধ্যে ২ মিলিয়ন টিকিট সাধারণের জন্য ছাড়া হয়েছিল। ১ মিলিয়ন টিকিট রাখা হয়েছে ফিফা স্টেকহোল্ডার, সদস্য সংস্থা, স্পনসর, ব্রডকাস্টার এবং হসপিটালিটি প্রোগ্রামের জন্য।