সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। এই নিয়ে ছ'বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছল তাঁরা।
কাতার বিশ্বকাপের দৌড়ের শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল মেসির-ডি মারিয়ার দল। প্রথম ম্যাচেই লজ্জার হার, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের চূড়ান্ত ম্যাচে।
Joy Sarkar Qatar WC: কাতারে মেসি ম্যাজিকের সাক্ষী সুরকার জয় সরকার, লোপামুদ্রা রইলেন কলকাতাতেই
বিশ্বকাপের ইতিহাসে ছ'বার ফাইনালে উঠেছে মারাদোনার দেশ। ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪, ২০২২। এরমধ্যে ৭৮ এবং ৮৬ সালের চ্যাম্পিয়ন। 19,30, ৯০ এবং ২০১৪ সালের রানার্স।
সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স এবং মরক্কো, বিজয়ী দলের সঙ্গে ফাইনালে দেখা হবে মেসিদের। মারাদোনাহীন আর্জেন্টিনায় এবার কাপ আসে কিনা, বলবে সময়।