টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্ব হারিয়েছেন কে এল রাহুল। এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আইসিসির একটি পডকাস্টে তিনি স্পষ্ট জানান, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার কোনও সহ-অধিনায়কের প্রয়োজনই নেই বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, সহ-অধিনায়ক ঠিকঠাক পারফর্ম না করতে পারলে তাঁর জায়গা অন্য কেউ নিয়ে নেবে।
"এখানে (ঘরের মাঠে) সকলেই চায় নিজেদের সেরা ফর্মে থাকতে। দলে চায় সেরা ফর্মের ক্রিকেটারকে। যেমন শুভমন গিল। একদম তুঙ্গ ফর্মে রয়েছে। । এবার, শুভমনকে সহ অধিনায়ক করা হবে কি না, তা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত", যোগ করেন শাস্ত্রী।
উল্লেখ্য, আগামী ১ মার্চ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে।