প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি। বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে দেহাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান।
অমল দত্তের জায়গায় চাত্তুনিকে কোচ করে আনা হয়েছিল সালগাওকর থেকে। যদিও স্বল্পকালীন সময়ে দায়িত্বে ছিলেন তিনি। তারই মধ্যে মোহনবাগানকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করেন এই প্রাক্তন কোচ।
Read More- রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ অভিযান শেষ ভারতের, ক্ষোভে ফুটছে দেশ
প্রাক্তন কোচের মৃত্যুতে শোকাহত মোহনবাগানের প্রাক্তন্ ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মোহনবাগানকে শীর্ষে পৌঁছে দিয়েছিলেন চাত্তুনি। তাঁকে আরও কয়েকদিন পাওয়া গেলে বাংলার ফুটবল আরও সমৃদ্ধ হত বলে মনে করছেন তিনি।