অসামান্য টাইমিং! হ্যাঁ, রোহিত শর্মা আর বিরাট কোহলির অবসরের ঘোষণা নিয়ে এমনই মত পাকিস্তান ক্রিকেটের একাধিক কিংবদন্তি ক্রিকেটার। এই দুই ভারতীয় ক্রিকেটারই টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। জাহির আব্বাস বলেন, “আমি রোহিতের ব্যাটিং সবসময়ই পছন্দ করি। কোহলি কত বড় ব্যাটসম্যান তা তো ওঁর রেকর্ডই বুঝিয়ে দেয়। কিন্তু, রোহিত যে ভারতের হয়ে বিশ্বকাপ ট্রফিটা তুলল, তা নিয়ে আমি খুশি'।
অন্যদিকে মিয়াঁদাদ বলেন, "আমরা ৫০ ওভারের ম্যাচ ও টেস্ট ক্রিকেটে এখনও রোহিত-বিরাটকে খেলতে দেখব ঠিকই। কিন্তু, তাঁরা যে একেবারে কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন, এই সিদ্ধান্তকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না"।
রোহিত-বিরাটের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওয়াকার ইউনিস, রশিদ লতিফের মতো পাকিস্তানের প্রাক্তনরাও।