সবার মুখে মুখে এখন একটাই কথা । কিং কোহলি ইজ ব্যাক । টুইটারের হ্যাশট্যাগেও কিং কোহলি । কারণ ? রবিবার T20 বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত । আর ভারতের জয়ের মূল কাণ্ডারি বিরাট কোহলি । তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ । দিওয়ালির আগেই বাজি ফাটতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে । ভারতীয়দের কাছে এটাই সবথেকে বড় দীপাবলির উপহার। উন্মাদনায় ফেটে পড়েছেন টলিউড থেকে বলিউড তারকারা । টুইটারে, ফেসবুক...সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারই প্রতিফলন দেখা গেল ।
টলিউডে দেব,জিৎ থেকে শুরু করে মীর, সৃজিতরা ভারতের জয় সেলিব্রট করছেন । কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ সকলেই । সৃজিত আবার লিখেছেন 'কোহলিযুগ'। জিৎ লিখেছেন, 'দারুণ ম্যাচ । সবাইকে দীপাবলির শুভেচ্ছা । ' পিছিয়ে নেই বলিউডও । অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান, রেমো ডিসুজারা টুইট করেছেন । অভিষেকের কথায়, 'আজ একটাই টুইট, সেটা হল কিং কোহলি । ' অন্যদিকে, জয়ের মুহূর্ত শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ানও । কোহলির প্রশংসায় পঞ্চমুখ কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজাও ।
মেলবোর্নের মেগা লড়াইয়ের শেষ ওভারে ছিল টানটান উত্তেজনা । শেষ ওভারে বাকি ছিল ১৬ রান। প্রথম ওভারেই হার্দিকের উইকেট তুলে নেন মহম্মদ নাওয়াজ। ক্রিজে আসেন কার্তিক। সিঙ্গলস নেন। তৃতীয় বলে দুই রান নেন বিরাট। চতুর্থ বলেই খেলা ঘুরে যায়। নো বলে বিরাটের ব্যাট থেকে আসে ছক্কা। দুটি ওয়াইড বল করেন নাওয়াজ। পঞ্চম বলে স্টাম্প আউট হন কার্তিক। এরপর অশ্বিনের ব্যাট থেকে আসে জয়ের রান। ৮২ রান করে অপরাজিত থাকেন কিং কোহলি ।