Gautam Gambhir-Virat Kohli: 'তোমার ইনিংস ভুলব না', গম্ভীরকে জানালেন বিরাট, কেন জানেন?

Updated : Sep 18, 2024 14:45
|
Editorji News Desk

তাঁদের দুজনের 'সম্পর্ক' নিয়ে ক্রিকেট দুনিয়ার নানা মুনির নানা মত। সেই 'বৈরিতা' যাতে শেষ হয়, তা নিয়ে অন্তত প্রকাশ্যে একাধিকবার উদ্যোগী হয়েছেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। এবার ফের দুজনে একসঙ্গে! মুখোমুখি আড্ডায়! কোনওরকম ঝগড়া, বিবাদ আর নেই! তাঁরা এখন একই দলে। বাংলাদেশ সিরিজের আগে দু’জনের মধ্যে খোলাখুলি আলোচনায় উঠে এল ২০১১ সালের বিশ্বকাপ জয় থেকে শুরু করে আইপিএলে ঝগড়ার প্রসঙ্গও। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। এই প্রথম টেস্টের আগে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর হালকা আলাপচারিতায় মাতলেন। যেখানে অন্যতম চর্চিত বিষয় হল দুই তারকার মাঠের ঝামেলা।

উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীরের ৯৭ রানের অনবদ্য ইনিংসকে এখনও ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলে মনে করেন। দুজনের মধ্যে কথা হল সেই ম্যাচ এবং ইনিংস নিয়েও। কীভাবে বীরেন্দ্র শেহবাগ ও সচিন তেন্ডুলকর আউট হওয়ার পরে দলকে  সামলেছিলেন এই দুজন, আলোচনায় উঠে এল সেই প্রসঙ্গও।

গম্ভীর তখন ভারতীয় দলের প্রতিষ্ঠিত ক্রিকেটার। বিরাট সবে এসেছেন। সেই ম্যাচের দৃশ্য দেখতে দেখতে গম্ভীর বলেন যে, তাঁর মাথায় ওই সময় খালি একটাই কথা ঘুরছিল। শেষ পর্যন্ত খেলতে হবে। আউট হলে চলবে না। অন্য কিছু ভাবছিলাম না। তা শুনে বিরাট বলেন, আমি যখন মাঠে যাই  গোটা গ্যালারি চুপ করে বসে। আমার মনে আছে তুমি এসে বলেছিলে, জুটি বাঁধতে হবে। একটা করে বাউন্ডারির পর একেবারে নীরব হয়ে যাওয়া গ্যালারিতে শব্দ ফিরে আসছিল। তোমার ওই ইনিংস আমি ভুলব না। বিরাটের এই কথা শুনে হেসেও ফেলেন গম্ভীর।

গৌতম গম্ভীর অস্ট্রেলিয়া ও নেপিয়ার সিরিজের প্রসঙ্গে কথা বলছেন। কী ভাবে কঠিন সময় থেকে লড়াই করে তিনি দলকে জিতিয়েছিলেন, সেই কথাও বলেন তিনি।

Virat Kohli

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?