পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে। আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকেই পাক দলের দায়িত্ব নেবেন তিনি। অন্যদিকে, পাকিস্তানের টেস্ট দলের কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপি।
মাসখানেক ধরেই পাকিস্তান দলের কোচ-বাছাই পর্ব নিয়ে চলছিল নানা বিতর্ক। বিশেষ করে ২০২৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর পাক দলকে খোলনলচে বদলানোর জন্য উঠেপড়ে লেগেছিল টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, দক্ষিণ অস্ট্রেলিয়ার কোচ হিসাবে দায়িত্বপালন করছিলেন ৭১ টেস্ট ও ৯১'টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা জেসন গিলেসপি।
তাঁর কথায়, "এই নতুন দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত খুশি। পাকিস্তান দলকে আরও ভাল পারফর্ম করার ব্যাপারে সাহায্য করতে পারব বলে আশা করছি"।