টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কি গৌতম গম্ভীর? তা নিয়ে ওয়াকিবহালমহলে জল্পনা তুঙ্গে। রবিবার আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর জয় শাহের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল গম্ভীরকে। শোনা যাচ্ছে, দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন জয় শাহ ও গম্ভীর। টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তিনি আর ভারতের কোচ থাকতে রাজি নন। তাই দেখা যাবে নতুন মুখ। ইতিমধ্যেই, নতুন কোচ হওয়ার জন্য আবেদন করার নির্ধারিত সময়ও পেরিয়ে গিয়েছে।
তবে, গম্ভীরের ভারতীয় দলের কোচ হতে গেলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানকেও রাজি করাতে হবে। যদিও, সূত্রের খবর, দেশের স্বার্থের কথা ভেবেই শাহরুখও গম্ভীরকে ছেড়ে দিতে কোনও আপত্তি করবেন না।
অন্যদিকে, ক্রিকবাজ-এর একটি রিপোর্ট জানাচ্ছে, আইপিএল-এর এক হাই-প্রোফাইল ফ্র্যাঞ্চাইজির মালিক, যিনি বিসিসিআই-এর উপরতলার ঘনিষ্ঠ, বলেছেন- 'খুব তাড়াতাড়িই ঘোষণা করা হবে কোচের নাম। ডান ডিল'!
তবে, আরও এক সূত্রের খবর অনুযায়ী, এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি। তবে যে কোনও সময়েই তা হয়ে যেতে পারে। এই সন্ধিতে শাহরুখ খানের ভূমিকার অপরিহার্যতার কথাও মেনে নিয়েছেন তিনি।