IPL 2022, KKR vs GT match report: একা চেষ্টা করেও পারলেন না রাসেল, গুজরাটের কাছে ৮ রানে হারল কলকাতা

Updated : Apr 23, 2022 20:58
|
Editorji News Desk

শনিবার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৮ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই নিয়ে টানা ৪ ম্যাচে হার স্বীকার করতে হল শাহরুখ খানের দলকে। শেষদিকে আন্দ্রে রাসেলের (Andre Russell) দুরন্ত ব্যাটিং-ও জেতাতে পারল না কেকেআরকে (GT beat KKR by 8 runs)।

টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। এবারের আইপিএলে টসের সিদ্ধান্তের রীতি ভেঙেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গুজরাটের।

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শুরুর ধাক্কা সামলে মোটামুটি ভদ্রস্থ জায়গায় নিয়ে যান গুজরাটের রানকে। ২৫ বলে ২৫ রান করেন ঋদ্ধিমান। তিনি ফিরলেও ক্রিজে টিকে থাকেন হার্দিক।

আরও পড়ুন: রবিবার আইপিএলে একটি ম্যাচেও জয় না পাওয়া মুম্বইয়ের মুখোমুখি লখনউ

৬৭ রান করেন গুজরাত অধিনায়ক। ডেভিড মিলার এবং রাহুল তেওয়াটিয়া কিছুটা রান করলেও শেষ ওভারে আন্দ্রে রাসেলের বোলিংয়ের সামনে একে একে ফিরে যান চার ব্যাটসম্যান। শেষ ওভারের প্রথম দুই বল এবং শেষ দুই বলে উইকেট নেন রাসেল। এর মধ্যে তিনটি ক্যাচ নেন রিঙ্কু সিংহ এবং একটি ক্যাচ নেন রাসেল নিজেই।

১৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কলকাতা (KKR)। প্রথম ওভারেই কেকেআরের ওপেনার স্যাম বিলিংসকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ শামি। শনিবারের ম্যাচে কলকাতার হয়ে ওপেন করতে নেমেছিলেন বিলিংস এবং সুনীল নারাইন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।

১০ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান কলকাতার দুই ওপেনার। তাঁদের ফিরিয়ে দেন শামি। পঞ্চম ওভারে নীতীশ রানাকে ফিরিয়ে দেন প্রাক্তন নাইট লকি ফার্গুসন।

শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন রাসেল (Andre Russell)। ২৬ বলে ৪৮ রান করেন তিনি। কিন্তু ম্যাচ শেষ করতে পারেননি। শেষ ওভারে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। সেখানেই জয়ের আশা শেষ হয়ে যায় কলকাতার।

KKRIPL 2022gt

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া