তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার তাতে সিলমোহর পড়ল। ৪ বছর একসঙ্গে থাকার পর উভয়পক্ষের সম্মতিক্রমে বিবাহবিচ্ছেদ হতে চলেছে হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও করেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক ও নাতাশা জানিয়েছেন, তাঁদের তিন বছরের ছেলে অগস্ত্যর অভিভাবকত্ব ভাগ করে নেবেন তাঁরা।
ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক লেখেন, "চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সর্বস্বটা দিয়েছি। কিন্তু, আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই ঠিক সিদ্ধান্ত’।
উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই এক ছাদের তলায় থাকছিলেন না হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। নাতাশা'র ভারত ছাড়া নিয়ে চলেছিল জল্পনা। তাঁর একটি সাম্প্রতিক পোস্ট দেখে তেমনই অনুমান করেছিলেন নেটিজেনদের। কয়েক দিন আগে মুম্বই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন সার্বিয়ান মডেল। সঙ্গে ছিলেন তাঁদের ছেলে অগস্ত্য। পরে জানা যায়, ছেলেকে নিয়ে সার্বিয়ায় রয়েছেন নাতাশা স্তানকোভিচ।