গত বছর বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। টি ২০ বিশ্বকাপে তেমনটা হল না। ১৭ বছর পর বিশ্বজয়ের স্বাদ পেয়ে আত্মহারা হলেন মেন ইন ব্লু। ইতিহাস রচনা করে কারোর চোখে আনন্দাশ্রু, কেউ খুশিতে বিহ্বল। মাঠ থেকেই মুঠোফোনে অনুষ্কাকে ভিডিয়ো কল করলেন বিরাট।
শনিবারের ফাইনালে গ্যালারিতে ছিলেন না অনুষ্কা, তাই ম্যাচ শেষের ঐতিহাসিক মুহুর্ত ভাগ করে নিতে ভিডিয়ো কল-ই ছিল বিরাটের ভরসা। ফোনের ওপারে অনুষ্কা এবং তাঁদের সন্তানেরা। সকলকেই ভালবাসায় ভরিয়ে দিলেন কোহলি।
ভারতের বিশ্বজয় নিয়ে পর পর দু'টি পোস্টও করেন অনুষ্কা। ভক্তদের জানান, মেয়ে ভামিকার চিন্তা ছিল, বাবার কান্না মোছাতে কে তাঁকে জড়িয়ে ধরবে, মা আশ্বাস দেন, বাবাকে জড়িয়ে ধরার জন্য ১৫০ কোটি দেশবাসী আছেন।
ট্রফি জিতে মাঠ থেকেই মুঠোফোন হাতে ভিডিয়ো কল করতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকেও। বিগত কয়েক মাসে, হার্দিক-নাতাশার বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে কম চর্চা হয়নি। শনিবারের ছবি দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন, জয়ের মুহূর্ত কি স্ত্রী নাতাশার সঙ্গেই ভাগ করে নিলেন হার্দিক? কেউ কেউ আবার বলছেন, নাতাশা নন, মা আর ভাইকেই ভিডিয়ো কল করেছিলেন হার্দিক।