দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ, দলের সঙ্গে আমেরিকায় যাননি হার্দিক পান্ডিয়া। আইপিএলে তাঁর দল গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার পর ছুটি কাটাতে চলে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে নাতাশার বিবাহ-বিচ্ছেদের জল্পনা শুরু হওয়ার পর পর তিনি বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়েই এবার ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন। খোশমেজাজে দেখা গেল হার্দিককে। সতীর্থদের সঙ্গে অনুশীলনের ছবিও পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যদিও, ছুটি কাটাতে হার্দিক কোথায় গিয়েছিলেন, তা নিয়ে রহস্য এখনও যায়নি। কারও কারও ধারণা, লন্ডনে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, আগামী ১ জুন নিউ ইয়র্কেই একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন নিউ ইয়র্কে।