বিশ্বকাপে সেমিফাইনালে ভরাডুবি হয়েছে দলের। তার পরেই আসন্ন নিউজিল্যান্ড সফরকে 'পাখির চোখ' করে এগোচ্ছে টিম ইন্ডিয়া। এর মধ্যে তরজা লাগল প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন এবং ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার মধ্যে। সম্প্রতি, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লেখেন, সাদা বলের খেলায় ঐতিহাসিকভাবেই ভারত সবথেকে খারাপ পারফর্ম করা দল। তাই ভারতের উচিত সমস্ত অহঙ্কার জলাঞ্জলি দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে আইসিসি ট্রফি জেতার উপায়গুলি জেনে নেওয়া!
বিষয়টি নিয়ে হার্দিক পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে, তাঁদের কারও কাছে কিছু প্রমাণ করার নেই।
"বিশ্বকাপে হতাশাজনক ফল হয়েছে আমাদের। জানি। কিন্তু, আমরা পেশাদার ক্রিকেটার। আমরা ঠিক যেভাবে সাফল্যের সঙ্গে নিজেদের জড়াতে পারি, ঠিক সেভাবেই ব্যর্থতার থেকে শেখার উপায়গুলি নিয়েও সম্যকভাবে ওয়াকিবহাল', বলেন হার্দিক পান্ডিয়া।
উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, মহম্মদ শামির মতো সিনিয়ররা বিশ্রাম নিচ্ছেন। নতুনদের নিয়ে খেলার ব্যাপারে তুমুল আগ্রহী ভারতের অস্থায়ী টি-২০ অধিনায়ক হার্দিক পান্ডিয়া।