মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্দরের পরিবেশ নিয়ে জল্পনা ছিলই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ পরবর্তী একটি ঘটনা সেই জল্পনাতেই যেন ঘৃতাহুতি দিল। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সমর্থকদের মধ্যেও।
ঘটনার মূল কুশীলব হার্দিক পান্ডিয়া ও লাসিথ মালিঙ্গা। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্যাচের শেষে হাত মেলানোর সময় হার্দিক পান্ডিয়া ঠেলে সরিয়ে দেন লাসিথ মালিঙ্গাকে। যদিও, তা ইচ্ছাকৃত কি না, সেই নিয়ে জল্পনা চলছে নেটিজেনদের মধ্যে।
উল্লেখ্য, রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স এখনও পর্যন্ত তেমন আশানুরূপ না হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে হার্দিকে অধিনায়কত্ব। সেই চাপ থেকেই কি হার্দিকের এমন ব্যবহার? উত্তর খুঁজছেন তাঁর অনুরাগীরা।