মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া । শুধু তাই নয়, রোহিতকে সরিয়ে এবার তাঁকেই করা হয়েছে ক্যাপ্টেন । দু'বছর গুজরাটের হয়ে খেলেছেন তিনি । তাঁর নেতৃত্বে দল দারুণ পারফরম্যান্স করেছেন । চ্যাম্পিয়নও হয়েছে একবার । কিন্তু তারপরেও ঘরের ছেলে আবার ঘরেই ফিরেছে । এদিকে, চলতি মরসুমের আইপিএলের প্রথম ম্যাচেই পুরনো দলের মুখোমুখি হবে হার্দিক । তার আগে কী বলছেন মুম্বইয়ের নতুন অধিনায়ক ?
ঘরে ফিরতে পেরে খুশি হার্দিক । দু'বছর পর মুম্বইয়ের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন এই অলরাউন্ডার । সম্প্রতি, স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক জানিয়েছেন, তিনি মুম্বইয়ের সমর্থকদের থেকে এতো ভালোবাসা পেয়েছেন, যা আর কোথাও পাননি। তাঁর কথায়, 'ভারতীয় দলে সুযোগ মুম্বই ইন্ডিয়ান্স থেকেই আমি পেয়েছি। মুম্বই সবসময় আরও ভাল কিছু করার চ্যালেঞ্জ দেয় । এখন আমি ২ বছর পর ঘরে ফিরেছি। সত্যি খুব ভালো লাগছে। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি।'
আইপিএল-এর কেরিয়ারে তিনি গুজরাট নয়, বরং বারবার মুম্বইকেই এগিয়ে রাখলেন । ২০১৫ সালের আইপিএলের স্মৃতি হাতড়ালেন তিনি । জানালেন, ওই আইপিএল-ই ছিল তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট ।