শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। তার আগে ষষ্ঠ এবং সর্বশেষ দল হিসেবে যোগ দিল হংকং (Hong Kong Cricket Team)। কোয়ালিফায়ার জিতে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) সঙ্গে গ্রুপ এ-তে জায়গা করে নিল হংকং।
বুধবার রাতে আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে হংকং। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। মজার বিষয়, ২০১৮ তে গত এশিয়া কাপ সংস্করণে গ্রুপের সমীকরণ ছিল হুবহু একরকম।
সেবার ষষ্ঠ দল হিসেবে এশিয়া কাপে যোগ্যতা অর্জনের লড়াইয়ে ছিল হংকং, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং সিঙ্গাপুর। বুধবার রাতে হংকং আমিরশাহিকে হারিয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। হংকং আমিরশাহিকে এর আগে পর্যন্ত টি-২০ ম্যাচে কখনও হারায়নি। এবার সেটাই ঘটে গেল।