আহমেদাবাদে (Ahmedabad) ভারত-পাক (India-pak) ম্যাচ। টিকিটের থেকে শুরু করে থাকার ব্যবস্থা সব কিছুর চাহিদা বাড়ছে প্রতিমুহূর্তে। ফলে, বেড়েছে হোটেলের ভাড়া। এমনকি ভাড়ার দর ছুঁয়েছে ৩ লক্ষ টাকাও। এই অবস্থায় ফ্যানেরা কী ভাবে ভারত-পাক ম্যাচ দেখবেন, থাকবেনই বা কোথায় ভাবছেন? রইল বিকল্প কয়েকটি স্মার্ট টিপস।
এয়ারবিএনবি
দর্শকদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে এয়ারবিএনবি । আহমেদাবাদে মোট ১৭৩টি জায়গা রয়েছে তাঁদের। যেখানে অল্প টাকায় সহজেই থাকতে পারবেন।
হাসপাতালের বিছানা
শুনতে হাস্যকর লাগলেও এয়ারবিএনবির বিজ্ঞাপন অনুযায়ী এক রাতের জন্য হাসপাতালের বিছানা ভাড়া নিতে পারেন। যা হোটেলের ভাড়ার তুলনায় খুবই সহজলভ্য।
আরও পড়ুন - হাসপাতাল থেকে ছাড়া পেতেই আহমেদাবাদে শুভমন, ভারত-পাক ম্যাচ খেলবেন?
উবারের অফার
উবারের একটি বিশেষ ক্যাম্পেন চলছে। যে ক্যাম্পেনে অংশগ্রহণের মাধ্যমে আপনি সহজেই ভারত-পাক দ্বৈরথ দেখার সুযোগ পাবেন। ভারত-পাক ম্যাচের স্লোগান দিতে হবে।যে বিজয়ী হবেন, তার থাকার জায়গা ট্রিপটি স্পনসর করবে।