গত ৭ বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন দলের অন্যতম বড় ভরসা রিঙ্কু সিং। প্রথমদিকে তেমন সুযোগ না পেলেও, পরের কয়েকটি, বিশেষ করে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন রিঙ্কু। স্বয়ং শাহরুখ খানও মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাঁর ব্যাটিং প্রতিভায়। কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং-এর জন্য খরচ করেছিল ৫৫ লক্ষ টাকা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের জন্য কেকেআর খরচ করে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা।
এত বৈষম্য কেন? কী মনে করেন তিনি এই গোটা বিষয়টি নিয়ে? একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল রিঙ্কু সিংকে।
জবাবে গত আইপিএলে এক ওভারে পাঁচটা ওভার বাউন্ডারি মেরে শিরোনামে চলে আসা রিঙ্কু বলেন, "৫০-৫৫ লক্ষ টাকাও তো প্রচুর টাকা! আমি যখন শুরু করেছিলাম, তখন ভাবতেই পারিনি জীবনে কোনওদিন এত টাকা রোজগার করতে পারব। কৈশোরে হাতে ৫-১০ টাকা পেলেই মনে হত, আজকের জন্য অনেক। সেই জায়গায় এখন আমি ৫৫ লক্ষ টাকা পাচ্ছি। আমার আনন্দিতই হওয়া উচিত। এটা আমার মতামত। বাকিদের কথা জানি না। কিন্তু, আমার অর্থকষ্টের দিনগুলোর কথা মনে করলে আরও বেশি করে এই টাকাটার গুরুত্ব আমি বুঝতে পারি"।