ক্রিকেট বিশ্বকাপের টিকিট চাহিদা তুঙ্গে। একটি টিকিটের জন্য হণ্যে হয়ে ঘুরছেন ক্রিকেটপ্রেমীরা। দ্বিগুণ দামেও টিকিট কিনতে রাজি তাঁরা। এর সুযোগ ইন্টারনেটে রমরমা বেড়েছে প্রতারকদের। তাঁদের ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই।
ইন্টারনেটে দেওয়া হচ্ছে ভুয়ো টিকিটের বিজ্ঞাপন। ফাঁদ পাতা হচ্ছে ফেসবুকেও। ক্রিকেটপ্রেমীরা নির্দিষ্ট নম্বরে বা মেসেঞ্জারে যোগাযোগ করলে প্রথমে টিকিটের অর্ধেক দাম চেয়ে নিচ্ছে প্রতারক। নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দিয়ে টাকা পাঠাতে বলা হচ্ছে।
অভিযোগ, টাকা পেয়ে যাওয়ার পরই বেপাত্তা হয়ে যাচ্ছে প্রতারকরা। ফোন নম্বরে যোগাযোগ করলে শুনতে হচ্ছে 'সুইচড অফ' বা 'এই নম্বরের অস্তিত্ব নেই'। উড়িয়ে দেওয়া হচ্ছে মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাকাউন্ট। পুলিশের কাছে গিয়েও ফল মিলছে না।
আইসিসি এখনও সেমিফাইনালের টিকিট ছাড়েনি৷ অথচ সেই ম্যাচের টিকিটও তাদের কাছে বলে দাবি করছে প্রতারকরা। পড়শি দেশ হওয়ায় বাংলাদেশের ম্যাচের টিকিটের চাহিদা বিপুল। অভিযোগ, বাংলাদেশীরাও টিকিট প্রতারণার ফাঁদে পড়ছেন।