শুরুটা হয়েছিল হার দিয়ে। কিন্তু একটা জয় বদলে দিয়েছে গোটা দলের চেহারা। এই মরশুমের আইপিএলে (Ipl 2022) এখনও পর্যন্ত সারপ্রাইজ প্যাকেজ সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। কেন উইলিয়ামসন (Kane Williamson) ও টম মুডি (Tom Moody) জুটি আইপিএলে জয়ের হ্যাটট্রিক পর্যন্ত করে ফেলেছে। আজ সুপার সানডেতে তাদের সামনে পাঞ্জাব (Punjab Kings)।
হায়দরাবাদকে নিয়ে ক্রিকেট পন্ডিতদের বরাবর দাবি, এই দল ধীরে ধীরে ছন্দে ফেরে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়া হায়দরাবাদ পর পর তিনটি ম্যাচ জিতেছে। ওপেনিংয়ে উইলিয়ামসন-অভিষেক শর্মা জুটি রানে আছে। গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে দুরন্ত ব্যাট করেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী। আর বোলিং দফতরে উমরান মালিক (Umran Malik) এখনও পর্যন্ত সেরা আবিষ্কার। এছাড়াও নিকোলাস পুরান, আদিয়ান মাক্রামরা আছেন, যাঁরা যে কোনও পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
আরও পড়ুন : কার্তিকের ব্যাটে আইপিএলের প্রথম তিনে ঢুকে পড়লেন বিরাটরা, দিল্লির বিরুদ্ধে জয় ১৬ রানে
উল্টোদিকে পাঞ্জাব কখনও জিতছে, আবার কখনও হারছে। মায়াঙ্ক আগরওয়ালের এই করেন পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে। জনি বেয়ারস্ট্রো যোগ দেওয়ায় পাঞ্জাবের শক্তি বেড়েছে। তবে চিন্তা রাখছে অধিনায়কের ফর্ম। রান পেলেও তা এগিয়ে নিয়ে যেতে পারছেন না মায়াঙ্ক। আবার মায়ঙ্ক ফর্ম ঢেকে দিচ্ছে লিভিংস্টোন, জিতেশ শর্মা, শিখর ধাওয়ানদের পারফরম্যান্স। রাবাডা, আর্শদীপদের পাশে যেন নিজেকে বসানোর চেষ্টা করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথ।