আহমেদাবাদে শুরু হয়ে গেল সবথেকে বড় মহাযুদ্ধ । টসে জিতে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করছে টিম ইন্ডিয়া । তবে, হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে গানে গানে মাতল নরেন্দ্র মোদী স্টেডিয়াম ।
অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং...যেন একটা ছোট মিউজিক কনসার্ট হয়ে গেল ২২ গজে ।
মাঠের মধ্যেই করা হয়েছিল ছোট মঞ্চ । সেখানেই একে একে গাইলেন শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহন, অরিজিৎ সিং । তবে, অরিজিৎ মঞ্চে ওঠা মাত্র, উল্লাসে ফেটে পড়লেন দর্শকরা । তাঁর কণ্ঠে শোনা গেল চালেয়া, হিরিয়ে, তুম কেয়্যা মিলে, লেহরা দো , এ বতন, ঝুমে জো পাঠান । শেষে একসঙ্গে বন্দেমাতরম গাইলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং ।