রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল । ২০ বছর পর ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া । উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন না, তা কি হয় । আগেই জানা গিয়েছে, খেলা দেখতে মাঠে যাবেন প্রধানমন্ত্রী । থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস্ । এছাড়া, প্রাক্তন তারকা ক্রিকেটার থেকে বলিউড তারকারাও আমন্ত্রিত । একইসঙ্গে ফাইনালের দিন, আহমেদাবাদের মাঠে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে । খেলা দেখতে গিয়ে প্রীতমের গান লাইভ শুনতে পাবেন দর্শকরা ।
১৯ নভেম্বর ভারতীয় বায়ুসেনার বিশেষ দল ‘সূর্যকিরণ’ প্রদর্শনী দেখাবে । ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে । জানা গিয়েছে, ৯টি বিমান উইং কমান্ডার সিদেশ কার্তিকের নেতৃত্বে স্টেডিয়ামের উপর এয়ার শো দেখাবে । এছাড়া, ফাইনালের দিন সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হবে । গান গাইতে পারে প্রীতম ।