১২ লক্ষ ৫০ হাজার ৩০৭। দিল জশন জশন বোলে। সত্যিই এই সংখ্যা জশনই করার মতো। সব বিশ্বকাপের রেকর্ড ছাপিয়ে দর্শক সংখ্যার নিরিখে নতুন রেকর্ড তৈরি করল ভারত। আইসিসি জানাল, ভারতের মাটিতে প্রায় দেড় মাসের বিশ্বকাপে এটাই সব মাঠ মিলিয়ে মোট দর্শকসংখ্যা। যা ছাপিয়ে গেল বাকি বিশ্বকাপ গুলিকে।
গত রবিবার আমেদাবাদে ফাইনাল খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ওই দিন দর্শক হয়েছিল ৯২,৪৫৩ জন। আইসিসি বা বিসিসিআই নয়, এই দাবি করেছে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র। সেই কারণে নিজেদের রিপোর্টে এগিয়ে রেখেছে ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনাল হওয়ায় মেলবোর্নকে।
এবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখেছেন বলে দাবি আইসিসির। তবে আমেদাবাদের ম্যাচগুলির সঠিক দর্শকসংখ্যা উল্লেখ করা হয়নি আইসিসির বিবৃতিতে।