ভারতের মাটিতে বিশ্বকাপে ইতিহাস গড়ল বিশ্বকাপ ২০২৩। এবার বিশ্বকাপে প্রথম টাইমড আউট। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে প্রথম আউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এই আবেদন করেন। আম্পায়ার আইসিসি-র নিয়ম অনুযায়ী আউট দেন তাঁকে।
উপমহাদেশের মাটিতে এবার রূপকথার ইনিংস গ্লেন ম্যাক্সওয়েলের। বিশ্বকাপে দ্রুততম শতরান করেন তিনি। আর দ্বিশতরান করে অবিশ্বাস্য ইনিংস আসে ম্যাক্সওয়েলের ব্যাটে।
এবার বিশ্বকাপে আন্ডারডগ হিসেবে শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া আহমেদাবাদে চ্যাম্পিয়ন হবে, ভাবতে পারেনি কোনও ক্রিকেট বিশেষজ্ঞ। টানা ৮ ম্যাচ জিতে ফাইনাল জয় অস্ট্রেলিয়ার। উপমহাদেশের মাটিতে এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বজয় করল অস্ট্রেলিয়া।
এবার বিশ্বকাপে সবথেকে বড় উত্থান আফগানিস্তান ক্রিকেটের। আফগানিস্তান এবার ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে। হারিয়েছে নেদারল্যান্ডসেও। ক্রিকেটবিশ্বে অনুরাগীও বেড়েছে আফগানিস্তানের।
এবার বিশ্বকাপে ১৮ জন ক্রিকেটার বিশ্বকাপে খেলছে শ্রীলঙ্কা। প্রত্যেক টিমই বিশ্বকাপে ১৫জন সদস্য নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কার ১৮ জন ক্রিকেটার এবার বিশ্বকাপ খেলেছেন।