মার্শ পাওয়ারে ধ্বংস বাংলাদেশ। পুণায় বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের ৩০৭ রান তাড়া করতে নেমে একাই ১৭৭ রানে অপরাজিত মিচেল মার্শ। ১৩২ বলের এই ইনিংস সাজানো ১৭টি চার ও ৯টি ওভার বাউন্ডারিতে। মূলত তাঁর ব্যাটেই এই ম্যাচ আট উইকেটে জিতল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৩ এবং ডেভিড ওয়ার্নারের অবদান ৫৩ রান।
এদিন প্রথমে ব্যাট করে সম্মিলীত চেষ্টায় ৩০৬ রান তোলে শাকিবহীন বাংলাদেশ। এদিন বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। বাংলাদেশের বোর্ডে উজ্জ্বল থাকে তৌহিদ হৃদয়ের ৭৪ রানের ইনিংস। অজিদের হয়ে দুটি করে উইকেট অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবোটের।
আরও পড়ুন : পাঁচ নম্বরে পাকিস্তান, বিশ্বকাপ সেমিতে ভারতের সামনে নিউজিল্যান্ড
১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ খেলতে পুণে থেকে কলকাতায় আসবেন প্যাট কামিন্সরা। আইপিএলে ইডেনে খেলে থাকেন কামিন্স।