বিশ্বকাপের ম্যাচে চিপকে বিপাকে অস্ট্রেলিয়া। ১২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ঝুঁকছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
কিন্তু শুরুতে মিচেল মার্শকে আউট করে ঝটকা দেন সেই বুমরা। প্রথম স্লিপে দুরন্ত ক্যাচ ধরেন বিরাট কোহলি। এরপর শুরু হয় অশ্বিন-কুলদীপ এবং জাডেজার ত্রিফলা আক্রমণ।
আরও পড়ুন : মাঠে ঢুকলেন বিরাট ভক্ত জার্ভো, চিপকের গরমে কাবু অজিরা
বিশেষ করে এই পিচে এখনও পর্যন্ত ভয়ঙ্কর জাডেজা। প্রথমে স্মিথ ও পরে এক ওভারে লাবুশেন এবং ক্যারিকে আউট করেছেন তিনি। চিপক অশ্বিনের ছেলেবেলার মাঠ হলেও, এই ম্যাচে চ্যাম্পিয়ন কিন্তু জাডেজা।